দেশজুড়েপ্রধান শিরোনাম
দীর্ঘ পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার গোডাউনের আগুন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর ডেমরার একটি লাইটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার দীর্ঘ পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৫০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এরই মধ্যে ১০ তলা ওই ভবনের চার, পাঁচ, ছয়, সাত ও আট তলায় আগুন ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া মাদরাসা রোডের পাশা টাওয়ারে লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের ছয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, পাঁচ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সাহায্যকারী সংস্থা হিসেবে র্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট, বিএনসিসি স্কাউট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেখানে কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়েও জানা সম্ভব হয়নি।
/এন এইচ