বিশ্বজুড়ে

দিল্লির সংঘর্ষ নিয়ে কবিতা লিখলেন মমতা ব্যানার্জী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিল্লির সংঘর্ষ নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই কবিতা লিখেছেন পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার(২৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে কবিতাটি পোস্ট করেন তিনি।

ভারতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার মনের ভাব প্রকাশ করেন মমতা। মূলত দিল্লি হিংসাকে উদ্দেশ্য করে এই কবিতা লেখা হলেও শহরের নামের উল্লেখ নেই কোথাও। একই সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজিতে একই কবিতা লেখার এমন নজির বিরল বলে দাবি করছেন সাহিত্যপ্রেমীরা।

কবিতায় প্রথমেই মমতা প্রশ্ন তুলেছেন ‘কোথায় আছি?, কোথায় চলেছি?’ এর পর উত্তর দিয়েছেন নিজেই। বলেছেন, ‘স্বর্গ পেরিয়ে নরকে।’ এর পর হিংসায় নিহতদের স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পরের অনুচ্ছেদে মানুষের মৃত্যুকে ‘হোলির আগেই রক্তের হোলি’ বলে উল্লেখ করেছন তিনি।

তার পর নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন মমতা। লিখেছেন, ‘বন্দুকের নলে তুফান দেশ।’ তার পর মুখ্যমন্ত্রী তুলেছেন সেই অমোঘ প্রশ্ন, ‘গণতন্ত্র তবে কি শেষ?

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close