বিশ্বজুড়ে

দিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে টানা চার দিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। গ্রেফতার হয়েছেন ৪ শতাধিক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মুসলিম অধ্যুষিত উত্তরপূর্ব দিল্লির ভজনপুরা, মৌজপুর ও কারাওয়াল নগরে ব্যাপক অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন অনেকে। এদিকে, গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মা হত্যায় জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির এক শীর্ষ নেতা তাহির হুসেইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) ওই গোয়েন্দা কর্মকর্তার মরদেহ সংঘর্ষ কবলিত এলাকা থেকে উদ্ধার হয়। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে হিন্দু-মুসলিম দাঙ্গায় রূপ নেয়। দিল্লির এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close