বিশ্বজুড়ে
দিল্লিতে বায়ুদূষণ নিয়ে রাজনীতি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের দিল্লিতে বায়ুমণ্ডলে দূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। বায়ুদূষণ এখন দিল্লির রাজনৈতিক বিতর্কের ইস্যুতে দাঁড়িয়েছে।
বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে না পারায় আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুষছেন দিল্লির বিরোধী দল বিজেপি।
দিল্লির প্রতিবেশী দুই রাজ্য হরিয়ানা এবং পাঞ্জাবে ফসল কেটে নেয়ার পর ফসলের নাড়া পোড়ানোয় বায়ু দূষণের মাত্রা বেড়ে গেছে বলে ধারণা কর্তৃপক্ষের।
হরিয়ানা রাজ্যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ফসলের নাড়া পোড়ানো নিষিদ্ধ করলেও মানছেন না কৃষকরা।
আগামী কয়েকদিন বায়ু দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/আরএইচ