দেশজুড়েপ্রধান শিরোনাম

দিনের বেলা ফেরি চলাচল বন্ধ, নানা উপায়ে ঘরমুখো মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্ক:জনচলাচল বন্ধে দিনের বেলা ফেরি বন্ধ করে দিল বিআইডব্লিউটিসি। তবে পণ্যবাহী পরিবহণ পারাপারের জন্য শুধু রাতে চলাচল করবে। ফেরি চলাচল বন্ধ থাকলেও, যাত্রীদের চাপে শিমুলিয়া থেকে ছাড়লো ফেরি।
করোনা রোধে আজ থেকে ফেরিঘাটে দিনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কিন্তু যাত্রীদের চাপের মুখে সকালে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেছে একটি ফেরি। তাতে কানায় কানায় পূর্ণ ছিল যাত্রী।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের প্রবেশ পথে সব ধরনের গাড়ি আটকে দেয়া হচ্ছে। পরে মানুষ তিন থেকে চার কিলোমিটার পথ হেঁটে ঘাটে জড়ো হচ্ছেন। প্রশাসন থেকে তাদের সরে যেতে মাইকিং করা হলেও ঘাট ছাড়ছেন না কেউ।

এদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ রয়েছে। কিন্তু ঘাট পারাপারের জন্য অপেক্ষা করছেন বহু যাত্রী।
/একে

Related Articles

Leave a Reply

Close
Close