দেশজুড়ে

দায়িত্ব পালন কালে ট্রাফিক পুলিশের উপর হামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মলাই কুমার মিত্র নামের এক ট্রাফিক পুলিশের কনস্টেবলের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) বেলা ২টার দিকে জেলা শহরের প্রধান সড়কের কোর্ট রোড মোড়ে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই ট্রাফিক কনস্টেবলকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মলাই কুমার মিত্র ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বান্দুপ গ্রামের মনন্দি নাথ মিত্রের ছেলে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা পুরাতন কোর্ট রোড মোড়। এই মোড়ে অধিকাংশ সময় রিকশায় যানজট লেগেই থাকে। এখানে যানজট নিরসনে সোমবার দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মলাই কুমার মিত্র। বেলা ২টার দিকে সড়কের মাঝামাঝি দায়িত্ব পালনকালে এক তরুণ মলাই কুমার মিত্রের পেছন দিক দিয়ে রডের আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আহত ট্রাফিক পুলিশ কনস্টেবল মলাই কুমার মিত্র জানান, পেছন দিক দিয়ে হামলা করে এক তরুণ পালিয়ে যায়। তার চেহারা আমি দেখতে পারিনি। তবে সে হলুদ রঙের গেঞ্জি পরিহিত ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টি.আই) দেবব্রত কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Close
Close