দেশজুড়ে
দায়িত্ব নিয়েই ২ কর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দায়িত্ব নেওয়ার এক দিনের মাথায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের ঘোষণা দেওয়ার পরপরই এমন ব্যবস্থা নিলেন তিনি। ওই দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইউসুফ আলী সরদার। তারা দুজনই সদ্য সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ হিসেবে নগর ভবনে পরিচিত ছিলেন।
গতকাল রবিবার সন্ধ্যায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শাহ মো. এমদাদুল হক বলেন, ‘যথাযথ বিধান মেনেই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। নিয়োগকারী কর্র্তৃপক্ষ যে কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে।’
ডিএসসিসির সচিব আকরামুজ্জামান বলেন, ‘দুজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক, করপোরেশন যদি মনে করে যে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সে ক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে। এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’
ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানান, প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও ইউসুফ আলী সরদার ছাড়াও মেয়র খোকনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নানা অনিয়মে জড়িয়ে পড়া করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী তানভির আহমেদ, সহকারী সচিব আরশাদুল হক, রাজস্ব কর্মকর্তা আবদুল কুদ্দুসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বর্তমান প্রশাসন ব্যবস্থা নিতে পারে।
এদিকে যোগাযোগ করা হলে চাকরিচ্যুত ইউসুফ আলী সরদার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে শুনেছি আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। করপোরেশন যা ভালো মনে করে তা করতে পারে। আমার কোনো বক্তব্য নেই।’
প্রকৌশলী মো. আসাদুজ্জামান গতকাল রাতে বলেন, ‘সন্ধ্যার পর চাকরিচ্যুত করার কাগজ পেয়েছি। সিটি করপোরেশনে দীর্ঘ সময় কাজ করে চেষ্টা করেছি সংস্থার জন্য ভালো কিছু করতে। এখন কর্র্তৃপক্ষ যা সঠিক মনে করেছে তাই করেছে। আমার আর কী করার আছে।’
/আরএম