দেশজুড়ে

দালাল ধরতে ঢাকা মেডিকেলে র‌্যাবের অভিযান, আটক ৩০

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছে র‍্যাব। অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩০ দালালকে আটক করেছে র‍্যাব-৩। র‍্যাব-৩ সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন

আজ রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ৩০ দালালকে আটক করেছে র‍্যাবের মোবাইল কোর্ট। একইসাথে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া আসামিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দালাল। হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের কম খরচে ভালো চিকিৎসার কথা বলে তাদের সাথে প্রতারণা করেছে এই দালালেরা।

পলাশ কুমার বসু উপস্থিত সাংবাদিকদের আরও জানান, দালাল চক্রের সাথে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারিদের যোগসাজশ রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close