তথ্যপ্রযুক্তিশিল্প-বানিজ্য
দারাজের নতুন উদ্যোগ ‘ফ্যান মিট’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অনলাইন শপ দারাজ (Daraz.com.bd) ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রথমবারের মতো আয়োজন করেছে ফ্যান মিট।
শনিবার (০৬ জুলাই) বরিশালের গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
পর্যায়ক্রমে দেশের বাকি ৬৩টি জেলায়ও এ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
গ্র্যান্ড পার্ক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম।
গ্রাহকদের উপস্থিতিতে ফ্যান মিট অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৪টায়। সেখানে দারাজ সম্পর্কিত মতামত ও অভিজ্ঞতার কথা জানান ক্রেতারা। আলোচনার উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি ইত্যাদি নিয়ে।
আয়োজকরা জানান, আশা করা যাচ্ছে, এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও দৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরও বিকশিত করবে।