বিনোদনবিশ্বজুড়ে

দাবাং-থ্রির ছবি পোষ্ট করলেন সালমান

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভক্তদের জন্য দাবাং-থ্রির ছবি পোষ্ট করলেন সালমান খান। ভক্তদের কিভাবে ধরে রাখতে হয় তা ভালো করেই জানেন তিনি। শনিবার ইনস্টাগ্রামের পোস্টটি এটি আবার প্রমাণ করলো। পোস্টটিতে ভক্তদের জন্য দাবাং-থ্রি সিনেমার একটি ছবি শেয়ার করেন সালমান।

দাবাং সিনেমার সিক্যুয়াল দাবাং-থ্রির স্যুটিং মাত্র শুরু হয়েছে। সেই সেট থেকেই একটি ছবি পোষ্ট করেন সালমান। ছবিতে ৫৩ বছর বয়সী অভিনেতা সালমানের বিপরীতে অভিনয় করছেন সায়ি মাঞ্জেকার।

ছবিটি শেয়ার করে সালমান খান লিখেছেন, লোকেশনে … দাবাং-থ্রি। শেয়ার করা ছবিটিতে রয়েছেন সায়ি মঞ্জেকারও। ছবিতে সালমান এবং সায়িকে নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সালমান হালকা বাদামী রঙের শার্ট আর সায়ি পীচ রঙের স্যুট পরে রয়েছেন ছবিটিতে।

/এসএম

Related Articles

Leave a Reply

Close
Close