দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাককে পাথর বোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইটের ট্রাকের চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো একজন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতরা হলেন-ইট বোঝাই ট্রাকের চালক, তার সহকারী এবং অপর ট্রাকের চালকের সহকারী।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সড়কে পাংচার হওয়ায় একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ঢুকে চালক ও দুই সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে পাথর বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, হেলপার ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া আরো একজন আহত হন। তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, তাদের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close