ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০১০ থেকে ২০১৯ -এই দশ বছরে বহু সংখ্যক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের বলিউড। দেখে নেয়া যাক আয়ের হিসেবে গত দশ বছরে বিশ্বজুড়ে বলিউডের সেরা দশটি সিনেমার তালিকা।
১। দঙ্গল (২০১৬)
বিশ্বজুড়ে মোট আয়: ১৯৬৪ কোটি রুপি
পরিচালক: নিতেশ তিওয়ারি
অভিনয়ে: আমির খান, ফাতিমা সানা শেখ, জাইরা ওয়াসিম, সনিয়া মালহোত্রা প্রমুখ
২। বাহুবলি: দ্য কনক্লুসন (২০১৭)
বিশ্বজুড়ে মোট আয়: ১৮১০ কোটি রুপি
পরিচালক: এস এস রাজামৌলি
অভিনয়ে: প্রভাস, রানা দগ্গুবতি, আনুশকা শেঠি, সত্যরাজ, রাম্য কৃষ্ণন, তামান্নাহ ভাটিয়া
৩। বজরঙ্গি ভাইজান (২০১৫)
বিশ্বজুড়ে মোট আয়: ৯১৮ কোটি রুপি
পরিচালক: কবির খান
অভিনয়ে: সালমান খান, কারিনা কাপুর, হরশালি মালহোত্রা, নওয়াজুদ্দিন সিদ্দিকি
৪। সিক্রেট সুপারস্টার (২০১৬)
বিশ্বজুড়ে মোট আয়: ৮৭৫ কোটি রুপি
পরিচালক: অদ্বৈত চন্দন
অভিনয়ে: আমির খান, জাইরা ওয়াসিম, মেহের বিজ, রাজ অর্জুন
৫। পিকে (২০১৫)
বিশ্বজুড়ে মোট আয়: ৭৬৯ কোটি রুপি
পরিচালক: রাজকুমার হিরানি
অভিনয়ে: আমির খান, আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা, সুশান্ত সিং রাজপুত
৬। বাহুবলি: দ্য বিগিনিং (২০১৬)
বিশ্বজুড়ে মোট আয়: ৬৫০ কোটি রুপি
পরিচালক: এস এস রাজামৌলি
অভিনয়ে: প্রভাস, রানা দগ্গুবতি, আনুশকা শেঠি, সত্যরাজ, রাম্য কৃষ্ণন, তামান্নাহ ভাটিয়া
৭। সুলতান (২০১৬)
বিশ্বজুড়ে মোট আয়: ৬১৪ কোটি রুপি
পরিচালক: আলি আব্বাস জাফর
অভিনয়ে: সালমান খান, আনুশকা শর্মা, রণদীপ হুদা
৮। সনজু (২০১৮)
বিশ্বজুড়ে মোট আয়: ৫৮৬ কোটি রুপি
পরিচালক: রাজকুমার হিরানি
অভিনয়ে: রণবীর কাপুর, সোনম কাপুর, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, আনুশকা শর্মা, দিয়া মির্জা, ভিকি কৌশল
৯। পদ্মাবত (২০১৮)
বিশ্বজুড়ে মোট আয়: ৫৭১ কোটি রুপি
পরিচালক: সঞ্জয় লীলা বানসালি
অভিনয়ে: দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহীদ কাপুর, অদিতি রাও হায়দারি, রাজা মুরাদ
১০। টাইগার জিন্দা হ্যায় (২০১৭)
বিশ্বজুড়ে মোট আয়: ৫৬৪ কোটি রুপি
পরিচালক: আলি আব্বাস জাফর
অভিনয়ে: সালমান খান, ক্যাটরিনা কাইফ, পরেশ রাওয়াল, অনুপ্রিয়া গোয়েনকা, নওয়াব শাহ, অঙ্গদ বেদী