বিশ্বজুড়ে

দমবন্ধ হয়ে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকায় দমবন্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এমএসএফ এ তথ্য জানিয়েছে।

এক টুইট বার্তায় এমএসএফ জানায়, তাদের স্বেচ্ছাসেবকরা আকাশপথে নজরদারির সময় লিবিয়া উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে একটি বিপদসংকেত পান। তাতে সাড়া দিয়ে এগিয়ে যায় তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস। এ সময় নৌকা থেকে ৯৯ জনকে জীবিত উদ্ধার করে সংস্থাটি।

কাঠের নৌকাটির নিচে থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। ছোট নৌকায় গাদাগাদি করে থাকার কারণে তারা দমবন্ধ হয়ে মারা যান বলে ধারণা সংস্থাটির। ১৩ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিল অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি।

চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যেতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৫ জন অভিবাসন প্রত্যাশী।

Related Articles

Leave a Reply

Close
Close