বিশ্বজুড়ে
দক্ষিণ আফ্রিকায় ৪ শতাধিক বাংলাদেশিকে হত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য গেল চার বছরে চার শতাধিক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে দেশটিতে বিদেশিদের ওপর হামলার ঘটনা খুব বেড়েছে এবং বিষয়টি বেশ আলোচনারও জন্ম দিয়েছে।
প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশন থেকে জানানো হয়েছে, দেশটির কোনো সহিংসতার জন্যই বাংলাদেশিরা কোনোভাবে দায়ী নন। এই সময়ে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার পেছনের অন্যতম কারণ ছিল, ব্যবসায়িক এবং আর্থিক দ্বন্দ্ব, বিবাহবর্হিভূত সম্পর্ক এবং অন্যান্য ব্যক্তিগত দ্বন্দ্ব।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এরইমধ্যে ৮৮ জন বাংলাদেশির মরদেহ ফেরত পাঠানো হয়েছে এবং ২০১৫ সাল থেকে পাঠানো মরদেহের সংখ্যা ৪৫২।
হাইকমিশনের এক কর্মকর্তা জানান, যেসব দেহ ফেরত পাঠানো হয়েছে তার ৯৫ শতাংশই হত্যাকাণ্ডের শিকার এবং বেশিরভাগকেই তাদের দোকানে গুলি করে হত্যা করা হয়েছে।
অন্যদিকে রাষ্ট্রদূত সাব্বির আহমদ চৌধুরী বলেছেন, হত্যার ঘটনা আরও বেশি হতে পারে কারণ অনেক পরিবারই তাদের সদস্যদের হত্যার ঘটনা হয়তো জানাননি। অনেক মরদেহের সৎকার এখানেই করা হয়েছে। সুতরাং সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।
/আরকে