দেশজুড়ে

থেমে থেমে বৃষ্টি হতে পারে দুদিন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা, দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বুধবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। সকাল ১০টা ৪৫ এর দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন ঢাকা দক্ষিণাঞ্চল, নেত্রকোনা, সিলেট, শ্রীমঙ্গল দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হবে।

ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এ সময় মৌসুমি বায়ুর প্রভাব নেই। মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। তবে দক্ষিণ থেকে জলীয় বাষ্প এসে স্থানীয় মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, শ্রীমঙ্গলে থেমে থেকে আগামী কয়েক দিন এই বৃষ্টি হবে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close