দেশজুড়েপ্রধান শিরোনাম

থানা থেকে পালালো ৪ মামলার আসামি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পিরোজপুর সদর থানা থেকে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামির পলায়নের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামী সদর উপজেলার কলাখালী গ্রামের দুলাল খানের ছেলে সালমান খান (২৪)।

থানা সুত্রে জানা যায়, সকাল সাতটার দিকে আসামি পানি পান করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি হাজতখানার দরজা খোলেন। এ সময় সালমান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বেরিয়ে দৌড়ে থানা থেকে পালিয়ে যায়। এ সময় সেন্ট্রি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তার পিছনে পুলিশ ধাওয়া করলে সে থানার উত্তর দিকে দামুদর খালে ঝাঁপিয়ে পড়ে গা ঢাকা দেয়।

কলাখালীর যুবলীগ কর্মী জয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই মুনিরুজ্জামান গত বুধবার রাতে সন্দেহভাজন আসামী হিসেবে সালমানকে গ্রেফতার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, সকালে থানায় নির্দিষ্ট দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারির উপস্থিতি কম থাকার সুযোগ নিয়ে আসামি পলায়নের সুবিধা পায়। ঘটনার খবরের পর থেকে পিরোজপুর ও সন্নিহিত জেলা সমুহে পুলিশের তত্পরতা বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close