বিনোদন

‘তোমার খোলা হাওয়া’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘ডুবসাঁতার’ সিনেমায় রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ অভিনেত্রী জয়া আহসান নিজ কণ্ঠে তুলেছিলেন। শুক্রবার (৮ মে) রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এই গানটি আবারও ভক্তদের শোনালেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

জয়া আহসান নিজের ফেসবুক পেজে ‘তোমার খোলা হাওয়া’ গানটি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘ডুবসাঁতার’ সিনেমা থেকে আমার নিজ কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ আজ কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন।

বহুদিন পর আবারো জয়ার কণ্ঠের রবীন্দ্রসংগীত সবার মন জুড়িয়েছে। পোস্টকৃত গানটির কমেন্টের ঘরে অনেকে প্রশংসাবাক্য লিখেছেন।

ছোটবেলা থেকে রবীন্দ্রসংগীতের তালিম নিয়েছেন জয়া আহসান। তবে অভিনয়ের পাশাপাশি গান করতে খুব একটা সময় পান না এই তারকা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close