স্বাস্থ্য
তৃতীয় লিঙ্গের মানুষদের ’মানসিক রুগী’র তালিকা থেকে বাদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও আনুষ্ঠানিকভাবে তৃতীয় লিঙ্গের মানুষকে মানসিক রোগী বলে শ্রেণিবদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল শনিবার (২৫ মে) ডব্লিওএইচও’র সদস্য রাষ্ট্ররা এখন লৈঙ্গিক পরিচয় রোগকে “লৈঙ্গিক অসঙ্গতি” নামে বর্ণনা করছে এবং এটি আর মানসিক রোগের অধ্যায়ে তালিকাভুক্ত নয়।
ডেনমার্কের একজন প্রতিনিধি সর্বশেষ এই পরিবর্তনসমূহকে স্বাগত জানিয়ে বলেন, সবাইকে আত্মমর্যাদার সাথে জীবন ধারণের সুযোগ দিতে এটি একটি বড় অগ্রগামী পদক্ষেপ।
ডব্লিওএইচও প্রত্যাশা করছে যে এই পদক্ষেপ তৃতীয় লিঙ্গের লোকজনের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণের পাশাপাশি তাদের সম্পর্কে জন-বোধগম্যতাও বাড়াবে।