দেশজুড়েপ্রধান শিরোনাম

তৃতীয়বারের মতো সরকারিভাবে বরাদ্দ করা গাড়ি ফেরত দিলেন সেতুমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারি গাড়ি পেতে অনেকে মরিয়া হয়ে উঠেন। অনেকে আবার নিজের ব্যক্তিগত গাড়ি থাকার পরও সরকারি গাড়িতে পর্যাপ্ত ব্যয় দেখিয়ে নিজের আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেন।

কিন্তু তৃতীয়বারের মতো সরকারিভাবে বরাদ্দ করা গাড়ি ফেরত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নিজের নামে বরাদ্দকৃত গাড়িটি পরিবহন পুলে ফেরত দেন মন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

এর আগেও পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ পাওয়ায় বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) এবং পদ্মসেতু নির্মাণ প্রকল্প পরিদর্শনের কাজে বরাদ্দ পাওয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়ি ফেরত দিয়েছিলেন ওবায়দুল কাদের।

জানা গেছে, মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে টয়োটা করোলা হাইব্রিড মডেলের (ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি বরাদ্দ করা হয়। তবে তিনি গাড়িটি ব্যবহার করতেন না। এজন্য সেটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close