দেশজুড়েপ্রধান শিরোনাম

তূর্ণা নিশীথা ট্রেনের চালক-কর্মকর্তাসহ বরখাস্ত ৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় চালক ও সহকারী চালকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার দায়ে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের দুইজন পরিচালককেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ দুর্ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রেলদুর্ঘটনায় একাধিক তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলার দায়ে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের দুইজন পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close