দেশজুড়ে

তুরাগ সেতুতে ধস: যানবাহন চলাচল বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের ওপর সেতুতে ধসের ঘটনায় ঢাকা-গাজীপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সড়কের শুধুমাত্র একপাশ দিয়ে যান চলাচলের পাশাপাশি মহাসড়ক ভেঙে ছোট ছোট গর্ত সৃষ্টি হওয়ায় এ তীব্র যানজট দেখা দিয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে বোর্ডবাজার পর্যন্ত দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে।

বুধবার ভোর রাতে সেতুর মাঝে কংক্রিট ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর স্টিলের পাত ফেলে আংশিকভাবে যান চলাচল সচল করা হলেও বৃহস্পতিবার অধিকাংশ স্থান ভেঙে পড়ায় ঢাকামুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

শুক্রবার সরকারি ছুটির দিনে চাকরির অনেক পরীক্ষা থাকায় ভোগান্তি চরমে উঠে পরীক্ষার্থীদের।

Related Articles

Leave a Reply

Close
Close