দেশজুড়েপ্রধান শিরোনাম
তুরাগে ট্রলার ডুবি; শিশুসহ নিহত ৩, নিখোঁজ ৪
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারে তুরাগ নদীতে বালুভর্তি বাল্কহেডের (কার্গো) ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় ২ শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, এখনও নিখোঁজ রয়েছে ৪ জন। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজার তুরাগ নদীতে ট্রলার যোগে গাবতলী পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারটির ওপর উঠে যায়। এসময় ট্রলার থেকে কেউ কেউ সাতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন। পরে দুপুরের দিকে ২ শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তাদের বিস্তারিত পরিচয় যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহি ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও সদরদপ্তর ফায়ার সার্ভিসের সদস্যসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এদিকে সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে এখনও বালুভর্তি কার্গো আটক করা সম্ভব হয় নি।।