প্রধান শিরোনামবিশ্বজুড়ে

তুরস্কে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তুরস্কে করোনা রোগীদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পর সেখানে চিকিৎসাধীন বাকি ১৪ করোনা রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন। মারা গেছেন ১৭ হাজার ৬১০ জন।

দেশটিতে এখননো দুই লক্ষাধিক করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close