বিশ্বজুড়ে
তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিবেন ট্রাম্প
ঢাকা অর্থনীতি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তুরস্ক জানিয়েছে যে দেশটি উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করছে।
এছাড়া, তুরস্কের উপর থেকে তার সরকারের আরোপ করা নিষেধাজ্ঞাও প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্ক একটি আন্ত:সীমান্ত হামলা শুরুর পর ট্রাম্প তিনজন ঊর্ধ্বতন তুর্কি কর্মকর্তা উপর নিষেধাজ্ঞা আরোপ’সহ ন্যাটো-মিত্র ঐ দেশটির সাথে একটি বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা স্থগিত করে। এদিকে, রাশিয়া এবং তুরস্কের মধ্যে একটি ঐকমত্যের পর উত্তর সিরিয়ায় একটি রুশ কনভয় মোতায়েন শুরু হয়েছে।
রিজেপ তাইয়িপ এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে ঘটা ঐকমত্য তুর্কি হামলার পর সম্প্রতি কুর্দি বাহিনীর ছেড়ে যাওয়া ১শ ২০ কিলোমিটার বিস্তৃত একটি ভূখণ্ডে তুর্কি সেনাদের অবস্থান বজায় রাখার অনুমোদন দিবে।
এই ঐকমত্যের আওতায় রাশিয়া এবং সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী তুর্কি সীমান্তের সাথে লাগোয়া একটি ভূখণ্ড থেকে কুর্দি বাহিনীকে অপসারণ করবে।
উল্লেখ্য, চলতি মাসের পূর্বভাগে ঐ এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই অভিযান হল সর্বশেষ অগ্রগতি।