দেশজুড়েপ্রধান শিরোনাম

তীব্র স্রোতে বেরিয়ে পড়েছে সাবমেরিন ক্যাবল, ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তীব্র স্রোতে মাটি সরে বেরিয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলীর মাইটভাঙ্গা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট ক্যাবল। জেলার কুয়াকাটা সৈকতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সম‌য় ইন্টারনেট সং‌যোগে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, গত দুই‌দিন ধরে বঙ্গোপসাগরের ঢেউ আর তীব্র স্রোতে কুয়াকাটা সৈকতের বালু সরে গেছে। এতে বালুর নিচ থেকে বেরিয়ে পড়েছে হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম জানান, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার অথবা শনিবার সংস্কার কাজ শুরু করা হবে।

গত ৯ আগস্ট কুয়াকাটা পৌর ‌মেয়রের ভাই বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার লাইন কেটে ফেলেন। এতে তাৎক্ষ‌ণিকভাবে সারা দেশে ইন্টারনেটের গতি কমে যায়। প্রায় ১২ ঘণ্টা পর লাইন‌টির সংযোগ ফের স্থাপন করা হয়। ওই ঘটনায় রাষ্ট্রের প্রায় শত‌ কো‌টি এবং সং‌শ্লিষ্ট কোম্পা‌নির প্রায় ৭-৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। পরে হোসেন মোল্লাসহ পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সার্বক্ষণিক নজরদারির জন্য সেখানে নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close