দেশজুড়ে
তীব্র শীতের করনে যেসব এলাকায় আজ স্কুল বন্ধ
ঢাকা অর্থনীতি ডেস্ক: তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (১৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের মতে, দেশের ছয়টি এলাকায় আজ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তামপাত্রা রেকর্ড করা হয়েছে। সে হিসেবে আজ ছয়টি এলাকার স্কুল বন্ধ থাকার কথা।
সংস্থাটি বলছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ বান্দরবানে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সীতাকুণ্ডে ৯.৫, শ্রীমঙ্গলে ৯.৬, বরিশালে ৯.৭, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গতকাল রাতে মাউশি বলেছে, দেশের যেসব জেলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণ অনুযায়ী) নামবে, সে সকল জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করবেন।