প্রধান শিরোনামবিশ্বজুড়ে

তিন মাস পর খুলছে পবিত্র হারাম শরীফসহ মক্কার সকল মসজিদ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামী রোববার থেকে খুলছে পবিত্র মক্কা নগরীর দেড় হাজারের বেশি মসজিদ। শুক্রবার (১৯.০৬.২০) সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

দেশটির গণমাধ্যম সৌদি গেজেট জানায়, এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে মক্কার আজিজায় অঞ্চলের কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মেইল্লি বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং মুসুল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে মসজিদগুলোতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করা হবে।

করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা বন্ধ রয়েছে। গত ৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেওয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

: Domácnice používají již dlouho: pětiletý prostředek proti Nesklouzavé a neklesající: jak se Jak jíst kakis: se slupkou
Close
Close