দেশজুড়ে

রাজধানীর বসুন্ধরায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বসুন্ধরায় ভবন থেকে পড়ে সালাম হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার বিকেলে ৩টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লক, ১৬ নম্বর রোডের একটি ৭তলা ভবনে এ ঘটনা ঘটে।

নির্মাণাধীন ভবনে সালাম হাওলাদার রড মিস্ত্রীর কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভূতেরদিয়া গ্রামে।

সালাম হাওলাদারের সহকর্মী বেল্লাল বেপারী জানান, তারা বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লক, ১৬ নম্বর রোডের একটি ৭তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন। জুম্মার নামাজের পর ভবনের ৬তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিল সালাম। তখন মাচান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close