দেশজুড়ে

তিন ঘন্টার কম সময়ে ঢাকা থেকে ফেনী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা থেকে ফেনীর দূরত্ব যেনো আরো কমিয়ে দিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত চার লেনের মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু। চার লেন চালু হওয়ার পর গত কয়েক বছরে সময় কমেছিল এই রুটের। ১৬৮ কিলোমিটারের এই রুটের যাত্রীদের গলার কাঁটা ছিল মেঘনা ও গোমতীর পুরনো দুই সেতু।

মেঘনা ও গোমতীর দ্বিতীয় সেতু চালুর পর মাত্র আড়াই থেকে তিন ঘণ্টাতেই ঢাকা থেকে ফেনী যাতায়াত করতে পারছেন যাত্রীরা। আগে একই দূরত্বে ৪ থেকে ৬ ঘণ্টা লাগতো যানজটের কারণে। সেখানে অর্ধেক সময় বেঁচে যাওয়ায় যাত্রীদের মধ্যে বিরাজ করছে স্বস্তি। খুশি পরিবহন মালিক, চালকসহ সংশ্লিষ্ট সবাই।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close