দেশজুড়েপ্রধান শিরোনাম

তিন আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা: ইসি

ঢাকা অর্থনীতি ডেস্ক: শূন্য হওয়া পাঁচ আসনের মধ্যে তিন আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে বলা হয়েছে, আগামী ২১শে মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করা হয়।

যে তিন আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪।

উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯শে ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ২৩শে ফেব্রুয়ারি। প্রার্থীদের করা আপিল ২৮শে ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এছাড়া, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯শে ফেব্রুয়ারি। সবশেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে ১লা মার্চ।

এদিকে, ঢাকা-১০ আসনের উপনির্বাচনের বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ইসি। বলা হয়েছে ঢাকা-১০ আসনে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে মাইকিং করা যাবে না এবং পোস্টারিং করা যাবে না।

চট্টগ্রাম সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা থাকলেও তা ঘোষণা করা হয়নি। অন্যদিকে, যশোর-৬ এবং বগুড়া-১ আসনের উপনির্বাচনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close