শিল্প-বানিজ্য

তালিকাভুক্ত ২৮ কোম্পানির এজিএম হচ্ছে আজ

ঢাকা অর্থনীতি ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শুরু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অ্যাকটিভ ফাইন, এএফসি এগ্রো, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, বিএসআরএম স্টিল, ড্যাফোডিল কম্পিউটার্স, ফারইস্ট নিটিং, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, ইনফরমেশন সার্ভিসেস, খান ব্রাদার্স, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, মীর আখতার হোসাইন, মোজাফফর হোসাইন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, রানার অটোমোবাইলস, শাশা ডেনিমস, শেফার্ড, শাইনপুকুর সিরামিক, সিমটেক্স, এসকে ট্রিমস, তমিজউদ্দিন টেক্সটাইল, তশরিফা ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে এএফসি এগ্রোর এজিএম। সকাল দশটায় শুরু হয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল ও ড্যাফোডিল কম্পিউটার্স এর এজিএম। সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে এসকে ট্রিমস, শাশা ডেনিমস, মেঘনা কনডেন্সড মিল্ক, খান ব্রাদার্স ,ফারইস্ট নিটিং, বেক্সিমকো ফার্মা এবং বিএসআরএম স্টিল এর এজিএম। বেলা এগারোটায় শুরু হয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল, সিমটেক্স, অলিম্পিক এক্সেসরিজ, ইন্দোবাংলা ফার্মা এবং মীর আখতার হোসাইনের এজিএম। বেলা সাড়ে এগারোটায় শুরু হয়েছে অ্যাকটিভ ফাইন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিক, মোজাফফর হোসাইন স্পিনিং ও রানার অটোমোবাইলস এর এজিএম।

এছাড়া দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজের, দুপুর সাড়ে বারোটায় বেক্সিমকো লিমিটেডের, দুপুর দেড়টায় বেক্সিমকো সিনথেটিকসের এবং বিকেল চারটায় জিবিবি পাওয়ার, শেফার্ড, তশরিফা ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এজিএম।

Related Articles

Leave a Reply

Close
Close