দেশজুড়েসাভারস্থানীয় সংবাদ
তালিকাভুক্ত প্রায় ৯ লাখ পরিবারকে দেয়া হবে জমি ও ঘর ; সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, ৮ লাখ ৮২ হাজার ৩৩ টি পরিবারকে তালিকা ভুক্ত করা হয়েছে। তাদেরকে জমি ও ঘর দিয়ে পূনবার্সন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশে কেউ গৃহ ও ভুমিহীন থাকবে না। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সারাদেশ থেকেই এই তালিকা সংগ্রহ করা হয়েছে। হত দরিদ্র এমন পরিবারকে পযায়ক্রমে দ্রুতই জমি ও ঘর দেয়া হবে।
মত বিনিময় সভায় এসময় শ্রমিক লীগের নেতাকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।