নিজস্ব প্রতিবেতক:
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহাদী আমিন বলেছেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর পলিসি বিষয়ে জনসম্পৃক্ততা ও জনমত তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করছেন। যার অংশ হিসেবে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ এবং “লেটার টু তারেক রহমান ” শীর্ষক কর্মসূচী গ্রহন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশের মানুষের মূল্যবান মতামত ও পরামর্শ আহ্বান করেছেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ ২২ জানুয়ারি থেকে সারাদেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ QR কোড ছড়িয়ে দেওয়া হবে। সেই QR কোড স্ক্যান করলেই যে কেউ সরাসরি নিজের চিন্তা, মতামত ও পরামর্শ জানাতে পারবেন।
এছাড়া “লেটার টু তারেক রহমান ” “তারেক রহমান শুনবেন আপনার কথা” এই কর্মসূচীর আওতায় নাগরিকদের ভাবনা, প্রত্যাশা ও পরামর্শ সরাসরি জনাব তারেক রহমানের কাছে চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, মানুষের চোখে চারপাশের সমস্যাগুলো কী এবং তার বাস্তবসম্মত সমাধান কী হতে পারে, এসব বিষয়ে চিঠি লিখে, ই-মেইল পাঠিয়ে বা অনলাইনে মতামত শেয়ার করার জন্য আহ্বান জানানো হচ্ছে। চিঠি পাঠানো যাবে গুলশান-২-এর নির্ধারিত ঠিকানায় (হাউজ-১০সি, রোড-৯০), ই-মেইল করা যাবে mail@letter2tr.com-এ। পাশাপাশি ফেসবুক গ্রুপ-facebook.com/LetterToTariqueRahman এবং letter2tr.com- ওয়েবসাইটের মাধ্যমেও মতামত জানানো সম্ভব।





কমেন্ট করুন