নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। আজ ২১ জানুয়ারি গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মাহাদী আমীন বলেন, গভীর রাতে হযরত শাহজালাল (রঃ)-এর মাজার জিয়ারত এবং পরদিন সকালে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। তাঁদের এই ত্যাগ ও অবদানের মূল্যায়ন হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন—প্রতিটি সফরে পর্যায়ক্রমে ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হবে।
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি প্রচারণায় বিশ্বাস করে। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি পূর্ণাঙ্গভাবে প্রতিপালনের মাধ্যমে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।





কমেন্ট করুন