বিশেষ প্রতিনিধিঃ
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘন্টায় ৭টি সমাবেশ শেষ করে ভোরে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান। নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় শেষ নির্বাচনী সমাবেশটি করেন তারেক রহমান রাতে সাড়ে ৪টায়।
সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিনেই সাতটি জেলায় সমাবেশে যোগ দেন তিনি। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান।
এরপর সড়কপথে জনস্রোতে মধ্য দিয়ে ধীর গতিতে এগিয়ে চলে তার গাড়ি বহর। ঢাকায় ফেরার পথে পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলা মাঠে বেলা ৩টায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে রাত সাড়ে ১০টায় , কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে রাত সাড়ে ১২টায়, নরসিংদীর পৌর পার্কে রাত পৌণে ৩টায় ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় নির্বাচনী সমাবেশে ভোর ৪টা বক্তব্য রাখেন বিএনপি চেয়্যারম্যান।
তারেক রহমান যখন তার প্রথম নির্বাচনী প্রচার অভিযানের শেষ সভা নারায়নগঞ্জের রূপগঞ্জে বক্তব্য শুরু করেন তখন বাজে ভোর সোয়া ৪টা।
সিলেট থেকে টানা ১৬ ঘন্টা ভ্রমন করতে হয় তারেক রহমান। পথে পথে অনুষ্ঠিত তার জনসমাবেশগুলোতে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায় গভীর রাত পর্যন্ত। প্রথম নির্বাচনী সফর শেষ করে তিনি ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের বাসায় ফিরেন।
আজ শুক্রবার তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।





কমেন্ট করুন