দেশজুড়েপ্রধান শিরোনাম
তারেক-মিশুককে হারানোর ১১ বছর আজ
ঢাকা অর্থনীতি ডেস্ক: চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার পথিকৃত মিশুক মুনীরকে হারানোর ১১ বছর আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
জেলার শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং স্পট থেকে ঢাকা ফেরার পথে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরসহ প্রডাকশন সহকারী ওয়াসিম, জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানসহ ৫ জন নিহত হন।
আহত হন মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়লের শিক্ষক ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।
এ ঘটনায় ২০১১ সালে পুলিশ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করে। বেপরোয়া গতিতে বাস চালিয়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মামলার রায়ে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ চুয়াডাঙ্গার ডিলাক্স পরিবহনের বাসচালক জমির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা দেয়া হয়। কারাবন্দী ওই বাসচালক চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ১ আগস্ট মারা যায়।