খেলাধুলা

তামিমের মাঠে ফিরতে আরো সপ্তাহখানেক, দেবাশিষ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জ্বর কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তামিম ইকবাল। তবে মাঠে ফিরতে লাগতে পারে আরো সপ্তাহখানেক জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। কুঁচকিতে হালকা চোট থাকলেও সেটি গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে, ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে অলরাউন্ডার সাইফুদ্দিনের খেলা এখনো অনিশ্চিত। জানিয়েছেন দেবাশিষ চৌধুরী।

বিশ্বকাপ এরপর শ্রীলঙ্কা সফর, প্রত্যাশা মেটাতে পারেননি, তাই অনেকটাই আড়ালে চলে যান তামিম ইকবাল। ছন্দ ফেরাতে থাইল্যান্ডে গিয়ে করেছেন নিবিড় অনুশীলন। প্রায় চার মাসের বিরতি শেষে ফেরেন বিপিএলে।

মাঠে নেমে ছন্দে ফেরার আভাসও দিয়েছিলেন দেশসেরা ওপেনার। তবে সুস্থ থাকতে পারলেন কই? পড়েছেন জ্বরের কবলে।

দেবাশিষ চৌধুরী বলেন, রক্ত পরীক্ষার মাধ্যমে ধারণা করা হচ্ছে এটা ভাইরাল ইলনেস। শারীরিক দুর্বলতা আরো কয়েকদিন থাকবে। যেকোন ধরণের স্পোর্টসে ও পার্টিসিপেট করতে পারবে না।

কুঁচকিতে আছে হালকা ইনজুরিও। যদিও সেটি খুব গুরুতর নয় বলেই মনে করেন বিসিবির এই চিকিৎসক। তবে সঠিক অবস্থা জানার জন্য অপেক্ষা করতে হবে স্ক্যান রিপোর্টের জন্য।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close