দেশজুড়ে

তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রায় এক সপ্তাহ তাপদাহের পর দুই দিন আগে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। মঙ্গলবারও (১৪ মে) রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলেও সারাদেশে তাপমাত্রা ছিল মোটামুটি স্বাভাবিক।

আজও (১৫ মে) দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে আবার তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ (বুধবার) সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অপরদিকে খুলনা, যশোর ও মংলা অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ কমতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘এ সময় দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।’

আজ (বুধবার) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (মঙ্গলবার) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Close
Close