দেশজুড়েপ্রধান শিরোনাম

তাদের অনেকেরই কলেজ শিক্ষক হওয়ারও যোগ্যতা নেই: উপাচার্য

ঢাকা অর্থনীতি ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিগত সময়ের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

তিনি বলেন, ওই সময় বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের অনেকেরই কলেজশিক্ষক হওয়ারও যোগ্যতা নেই। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে একটি অনলাইন পোর্টালের বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘আমাদের সমাজে এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এটি রোধ করতে সঠিক নিরপেক্ষ সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে হাসিব আল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Close
Close