আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
তাজরীন ট্রাজেডি: নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির আট বছর পূর্তিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত শ্রমিক পরিবারের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা।
মঙ্গলবার (২৪নভেম্বর) সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে তাজরীনের ফটকে জরো হোন শ্রমিকরা। এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও নীরবতা পালন করেন তারা।
পরে খারখানা ফটকে অবস্থান নিয়ে কারখানা মালিক দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আহত শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় শ্রমিক নেতারা বলেন, তাজরিন ফ্যাশন ট্রাজেডির আট বছর হয়ে গেছে। এখনো মালিক দেলোয়ারের শাস্তি নিশ্চিত হয়নি। এছাড়া ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবার গুলো মানবেতর জীবনযাপন করলেও তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে কোন উদ্যোগ নেয়নি সরকার, বিজিএমইএসহ সংশ্লিষ্টরা। তাই অবিলম্বে তাজরিনের ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান তারা।