বিশ্বজুড়ে
তাজমহলে নামাজ পড়ে ক্ষমা চাইতে হলো বাঙালি পর্যটককে
ঢাকা অর্থনীতি ডেস্ক: আগ্রায় তাজমহল দেখতে গিয়েছিলেন এক বাঙালি পর্যটক। একপর্যায়ে তাজ চত্বরে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি। তাকে নামাজ পাঠে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কর্তব্যরত সিআইএসএফ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি১৬ নভেম্বর বৃহস্পতিবারের ()।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অপর এক পর্যটক এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তাতে দেখা যায়, তাজমহলের বাগানে ম্যাট পেতে নামাজ পড়েন ওই পর্যটক। কিন্তু মাঝপথে তাকে বাধা দেওয়া হয়। বাগান থেকে তুলে নিয়ে যাওয়া হয় কর্তৃপক্ষের অফিসে। সেখানে তাকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়।
কর্তৃপক্ষ তাকে জানায়, ভারতের উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, তাজ চত্বরে কারোই ধর্ম পালনের অধিকার নেই। এই সৌধ সংরক্ষণেই জোর দিয়েছে উচ্চ আদালত। ওই ব্যক্তি তার ভুল বুঝতে পারেন। তিনি জানিয়ে দেন, তাজমহলে নামাজ পড়ার ক্ষেত্রে যে বিধি-নিষেধ রয়েছে সেটা তিনি জানতেন না। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস