দেশজুড়ে
তর্ক-বিতর্ক থাকলেও সিটি নির্বাচনে ভোট হবে ইভিএমে
ঢাকা অর্থনীতি ডেস্ক: তর্ক-বিতর্ক আলোচনা-সমালোচনা যাই থাক, ঢাকার দুই সিটিতে ভোট ইভিএম পদ্ধতিতে শতভাগ হতে যাচ্ছে।
এবারই প্রথম শতভাগ ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এ। ইভিএমে ভোট দেয়ার পদ্ধতি টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। বৃহস্পতিবার ভোটকেন্দ্রগুলোতে মক ভোটিং বা নমুনা ভোটও অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন ৪ হাজার কোটি টাকা দিয়ে যে ৩৫ হাজার ইভিএম কিনেছে, সেগুলো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৬০০টি পোলিং বুথে ব্যবহার করা হবে। প্রতি বুথের জন্য ২টি করে ইভিএম যন্ত্র বরাদ্দ। ১টিতে ভোট নেয়া হবে। কোন কারণে প্রথম যন্ত্র কাজ না করলে সেজন্য বাড়তি ১টি করে রাখা হবে।
অতীতে কয়েকটি সিটি করপোরেশন বিভিন্ন উপ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আংশিকভাবে ইভিএমের ব্যবহার হয়েছে।
/এএস