বিশ্বজুড়ে

তথ্য পাচারের অভিযোগে ফরাসি সামরিক কর্মকর্তা গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বিদেশে অবস্থিত একজন শীর্ষস্থানীয় ফরাসি সামরিক কর্মকর্তা ‘গুরুতর নিরাপত্তা লঙ্ঘন’র জন্য তদন্তাধীন রয়েছেন। আজ রবিবার তিনি এই তথ্য জানিয়েছেন। কিন্তু ওই কর্মকর্তার বিষয়ে আর কোনো তথ্য দেননি ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী।

ইউরোপ-১ রেডিও জানিয়েছে, ওই কর্মকর্তা ইতালির একটি ন্যাটো ঘাঁটিতে দায়িত্ব পালন করেছেন। রাশিয়ান গোয়েন্দাদের কাছে ‘অতি-সংবেদনশীল’ তথ্য পাচার করার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অভিযোগ আনা হয়েছে।

রবিবার ইউরোপ-১ এ বক্তব্যে দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলছে। ফরাসি সামরিক বাহিনী তার এমন কর্মকাণ্ডের পর ‘প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা’ নিয়েছে।

এই ঘটনার মামলা পরিচালনা করছে প্যারিস প্রসিকিউটরের অফিস। কিন্তু গণমাধ্যমে তিনি কোনো ধরনের মন্তব্য করেননি। ন্যাটোও তাত্ক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। সূত্র: এবিসি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close