দেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (৭ জানুযারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের পাশাপাশি সাধারন শিক্ষার্থীরাও অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা এ ঘটনায় দোষীদের দ্রুত সনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ারও হুশিয়ারি দেন তারা।

এদিকে, সাভারের আশুলিয়ায় অবস্থিত বেসরকারি গন-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close