দেশজুড়েপ্রধান শিরোনাম

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এঘটনায় কমপক্ষে আরও ১০জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

তিনি জানান, “দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন দুর্ঘটনাস্থলে নিহত হন। নিহত অপর চারজনের মধ্যে দুইজনকে আহতাবস্থায় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যায় তারা। অন্য দুইজন  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

তিনি আরও জানান, “মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে মাইক্রোবাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। মাইক্রোবাসের সবাই ছিল বরযাত্রী। তবে, তারা সবাই একই পরিবারের ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।”

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল বাসেদ জানান, “মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মাইক্রোবাসের ওপরে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের আরোহীরা সবাই আত্মীয়।” নিহতরা লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বাসিন্দা বলেও তিনি জানান।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close