দেশজুড়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাবেক এক শিক্ষার্থীর পর দুইদিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ছাত্র।

রোববার কেরানীগঞ্জের নিজ বাসায় সিয়াম আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়ামুল নাসের।

তিনি বলেন, ছেলেটা অনেক মেধাবী। কী কারণে আত্মহত্যা করেছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। আমরা সবাই শোকাহত।

নিহত সিয়াম কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তিনি করোনাভাইরাস মহামারির সময় বাড়িতেই ছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close