ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-বরিশাল-ঢাকা রুটে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এই বিমান সংস্থার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-বরিশাল-ঢাকা রুটের ভাড়া নির্ধারণ করেছে ২ হাজার ৬৯৯ টাকা (যাওয়া কিংবা আসা) ও ৫ হাজার ৩৯৮ টাকা (যাওয়া-আসা)।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে যাবে ইউএস-বাংলার বিএস-১৭১ ফ্লাইট। দুপুর ২টা ১৫ মিনিটে এটি বরিশাল পৌঁছাবে।
বিএস-১৭২ ফ্লাইট বরিশাল বিমানবন্দর থেকে প্রতিদিন ২টা ৪৫ মিনিটে ছেড়ে আসবে। এটি ঢাকায় অবতরণ করবে বিকাল ৩টা ২০ মিনিটে।
আগে সপ্তাহে তিন দিন বরিশালে ফ্লাইট পরিচালনা করতো ইউএস-বাংলা। যাত্রী চাহিদা থাকায় এবার প্রতিদিন তাদের উড়োজাহাজ এই রুটে চলাচল করবে।
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। ঢাকা থেকে যশোরে যায় তাদের উদ্বোধনী ফ্লাইট। বর্তমানে ইউএস-বাংলার বহরে আছে চারটি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও তিনটি এটিআর ৭২-৬০০।
#এমএস