দেশজুড়েপ্রধান শিরোনাম

ঢাকা দক্ষিণে ৯ কেন্দ্রে এগিয়ে নৌকা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। পৌনে ৫ টায় শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়। দক্ষিণের ৯ টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে শুরুতে এগিয়ে আছে নৌকা প্রতীকের প্রার্থী।

মোট ভোট গণনা হয়েছে: ৪৪০৬

ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১৬৯২ ভোট

নৌকার প্রার্থী ফজলে নূর তাপস পেয়েছেন ২৪৪৯ ভোট

মাছ প্রতীকের প্রার্থী আব্দুন সামাদ সুজন পেয়েছেন ৭৪ ভোট

আম প্রতীকের বাহারানে সুলতান বাহার পেয়েছেন ১৩ ভোট

ডাব প্রতীকের আক্তারুজামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন  ৪ ভোট

হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন ১৪৭ ভোট

লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মিলন পেয়েছেন ২৭ ভোট

/আরএম

Related Articles

Leave a Reply

Osvežující saláty s Recept na
Close
Close