দেশজুড়ে
ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত মাঠ হবে: তাপস
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
ঢাকার ধানমন্ডির হোয়াইট হল মিলনায়তনে দক্ষিণ সিটির আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীর সমর্থনে তরিকত ফেডারেশনের মত বিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তাপস বলেন, অপরিকল্পিত নগরী, বায়ুদূষণসহ বিভিন্ন সমস্যায় রাজধানী ভঙ্গুর অবস্থায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, জয়ী হলে নাগরিকদের সব সুবিধার ব্যবস্থা করা হবে। ঢাকাকে সবুজ করার পাশাপাশি দক্ষিণ সিটিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তাপস।
তাপস বলেন, যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে রিকশা, বাস ও ট্রেন চলাচলে আলাদা লেন করার প্রতিশ্রুতি দেন তিনি।
/এএস