দেশজুড়েপ্রধান শিরোনাম
ঢাকা জেলার নতুন ডিসি মো. শহীদুল ইসলাম
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের নয় জেলার জন্য নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা জেলার নতুন ডিসির দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের বর্তমান ডিসি মো. শহীদুল ইসলাম।
অন্যদিকে টাঙ্গাইলে ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনি। এজন্য বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পর্যায়ের সাত কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী মেহেরপুরের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নিবাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোরে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী, জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক রহিমা খাতুনকে মাদারীপুরের ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
কিছু জেলায় ডিসি থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় সরকার এই পরিবর্তন এনেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
/আরএম